আরিফ হোসেনঃ শ্রীনগরে সমাজ সেবা অধিদফতর থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ১৪ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অর্থের চেক উপকার ভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
পরে ৯১ জন ক্ষুদ্রঋণ গ্রহিতার মধ্যে ২৫ লাখ ৫০ হাজার চেক তুলে দেওয়া হয়।
Leave a Reply