মুন্সীগঞ্জে আলু পাহারা দিতে গিয়ে হামলায় আহত ২

মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হয়েছেন। উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালীকান্দি এলাকায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে মনে করছে পুলিশ।

আহত দুজন হলেন—নোয়াদ্দা ঢালীকান্দির মজবির শিকদারের ছেলে মো. হুমায়ুন শিকদার (৪৫) ও তাঁর চাচাতো ভাই মানিক (৪০)।

আহত হুমায়ুন শিকদার বলেন, ‘আমি পেশায় অটোরিকশার চালক। এ বছর ২০ কানি জমি ভাড়া নিয়ে আলুর চাষ করেছিলাম। সপ্তাহখানেক আগে জমির আলু তুলে জমিতেই এক স্থানে জমা করে রাখি। সে আলু দেখতে গেলে রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১৫ থেকে ২০ জন আমাদের দুই ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।’

আহত হুমায়ুন আরও বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থক। সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাঁদের মধ্যে একজনের নাম মাঈনুদ্দিন।’

জানতে চাইলে মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, ‘আলুকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি। ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে মানিককে মারধর করা হয়েছে। এখানে দলীয় কোনো বিষয় নেই। বাবু কাজী মুন্সীগঞ্জে বাসা নিয়ে থাকেন, গ্রামে থাকেন না। আমাদের পক্ষে যে অভিযোগ, সেটি মিথ্যা। মানিকের বিরুদ্ধে মাদক বিক্রির অনেক অভিযোগ আছে।’

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকি জানান, ‘শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ বিষয়টি বিস্তারিত তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আলুর পাহারায় থাকা ঘুমন্ত এক যুবককে গত সোমবার কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তাঁর নাম মো. মিজান খাঁ (২১)। ওই দিন দিনগত রাত দেড়টার দিকে ইউনিয়নের সুমার ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এনটিভি

Leave a Reply