মোল্লাকান্দি ইউনিয়নে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বাংলা নববর্ষের দিন বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় শফীক মেম্বার ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, শফিক মেম্বার ও জাহাঙ্গীরের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোফাজ্জল হালদার ও রহমান সরকারের বাড়িঘরসহ তিনটি ঘরের আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও একটি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর জানান, শফীক মেম্বার বর্তমানে বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় নির্বাচনের পর আমাদেরকে গ্রাম থেকে বের করে দেন। পুলিশ প্রশাসন গিয়ে একবার আমাদেরকে বাড়িঘরে উঠিয়ে দিয়ে যান। পরবর্তী সময়ে আবার তারা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করে আমার সমর্থকদের এলাকাছাড়া করে দেয়। পরে আবারো দলীয়ভাবে উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য নেতারা আমাদেরকে বাড়িতে উঠিয়ে দিয়ে গেলেও রিপন পাটোয়ারির নির্দেশে শফিক মেম্বার ও তার লোকজন সেহরির পরেই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে এলাকা ছাড়া করে দেয় আওয়ামী সমর্থক নেতাকর্মীদের।

সফিক মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী মোবাইল ফোনে জানান, জাহাঙ্গীর ও শফীক মেম্বার ও তাদের সমর্থকদের মধ্যে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসআই আবুল বাশেরের উপস্থিতিতেই এই হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটে।

তিনি আরো বলেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিকের নির্দেশেই এই হামলা ও ভাঙচুর লুটপাট হচ্ছে এলাকায়।

এ বিষয়ে সদর থানার ওসি মো: আবু বকর ছিদ্দিক জানিয়েছেন মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারির সমর্থকরাই আজকের হামলা চালিয়েছেন।

নয়া দিগন্ত

Leave a Reply