শ্রীনগরে নারী মাদক কারবারিসহ ৩ জনকে কারাদণ্ড

শ্রীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারী মাদক কারবারিসহ ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হাঁসাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত বাবুল খানের স্ত্রী শিল্পী বেগম, তার ছেলে বিপ্লব ও পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা হাজীগাঁও এলাকার বিমোদ মজুমদারের ছেলে উজ্জ্বল মজুমদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিল্পী বেগমকে ৮ মাস, বিপ্লবকে ৪ মাস ও উজ্জ্বলকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক সাইফুল ইসলাম। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগেও মাদক কেনা বেচা অপরাধে শিল্পী বেগম ও তার ছেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়। শিল্পী বেগম এলাকার চিহিৃত মাদক কারবারি।

নিউজজি

Leave a Reply