আরিফ হোসেন: শ্রীনগরে মামীর বিরুদ্ধে ৫ বছরের ভাগ্নিকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এবিষয়ে শিশুটির আপন মামী মেঘনা বেগমের (২৮) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সড়ে ৯টার দিকে মদনখালী গ্রামের সৌদি প্রবাসী জিয়া শেখের কন্যা জুবাইদা আক্তার (৫) উত্তর মদনখালী ইবতেদায়ী মদরাসার যায়। সেখান থেকে তার বড় মামী মেঘনা বেগম তাকে প্রায় ১০ কিলোমিটার দুরে হাসাড়া গ্রামে এনে তাদের বাড়ির পেছনে একটি পরিত্যাক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বাধার সময় লোকজন চলে আসলে সে সটকে পরে। এর কিছুক্ষন পর শিশুটির মুখে কসটেপ লাগিয়ে ঝোপের মধ্যে নিয়ে হাপ-পা বেঁধে ফেলে। এসময় ঘটনাস্থলের কাছাকাছি ওই বাড়ির কাজের মেয়ের
অপর একটি সূত্র জানায়, মেঘলা বেগমের সাথে তাদের এক সাবেক ভাড়াটিয়ার গোপন সম্পর্ক ছিল। ওই ভাড়াটিয়া তাকে ব্ল্যাক মেইল করে এই কাজ করিয়েছে বলে স্বীকার করেছে। পুলিশ মেঘলা বেগমকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply