মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা থেকে বের হয়ে যাওয়ার সময় শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমকে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে এ মতবিনিময় সভায় প্রকাশ্য এই হুমকির ঘটনার আগে হট্টোগোল শুরু হয়। এসময় ঘটনার ভিডিও ধারণ করায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আছিয়া আক্তার রুমুর স্বামী নুরুল আমীন উপস্থিত এক সংবাদকর্মীর মোবাইল ফোন সেট কেড়ে নেন। পরে অন্য সাংবাদিকদের প্রতিবাদের মুখে তিনি তা ফেরত দেন।
মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম, রোকিয়া বেগম ও নুসরাত জাহান অভিযোগ করে বলেন, আজ উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় গোপন বৈঠক করে কমিটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মেহজাবিন আলী। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগম প্রতিবাদ করে ও আমরা সবাই উঠে চলে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আমাদের সকলকে গতিরোধ করে ভেতরে যেতে বলে। আমরা রুমে না যাওয়ায় সে আমাদের সাথে অশোভন আচরণ করে। এ সময় আমাদের নেত্রীর হাত-পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। আমরা তার এমন অশোভন আচরণের নিন্দা জানাই।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা বেগম বলেন, মহিলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য জেলা থেকে নেতৃবৃন্দ আসে তাদের নিয়ে তোফাজ্জল হোসেন গোপন বৈঠক করে আহবায়ক কমিটি করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে আমার সাথে অশোভন আচরণ করে। এ সময় আমি উঠে চলে আসলে আমার সাথে সকল নেত্রীরা চলে আসে। তখন আমাদের পথরোধ করে তোফাজ্জল হোসেন আমার হাত-পা ভেঙ্গে হত্যা করবে বলে হুমকি প্রদান করে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, হাত-পা ভেঙে দেয়ার কথা সত্য নয়। আমি ওকে বলছি তুই আর কোনদিন মহিলা আওয়ামী লীগের কোন মিটিংয়ে আসবি না। এছাড়া ওকে যারা সহযোগিতা করবে তারা পদ-পদবি থেকে বঞ্চিত হবে। হত্যার হুমকির বিষয়টিও সঠিক নয়।
সোনালীনিউজ
Leave a Reply