শ্রীনগরে ৪ টি অস্থায়ী পশুর হাট ৫৭ লাখ ৭৯ হাজার টাকায় ইজারা

আরিফ হোসেনঃ শ্রীনগরে ঈদুল আযহা উপলক্ষে ৪ টি অস্থায়ী কোরবানীর পশুর হাট ৫৭ লাখ ৭৯ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের কার্যালয়ে সঠিক ও সর্বোচ্চ দরদাতাদের কাছে এই ইজারা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার মান্দ্রা অস্থায়ী গরু ছাগলের হাট ৩৩ লাখ টাকায় ইজারা পেয়েছেন ভাগ্যকূল ইউনিয়ন যুবলীগ নেতা মামুন কবীর, বাঘড়া হাট ১৪ লাখ ৬৬ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ নুরুল ইসলাম, শিবরামপুর হাট ৯ লাখ ৯৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ ইকবাল হোসেন। এছাড়া বেলতলী জি জে উচ্চ বিদ্যালয় মাঠের পশুর হাট ১৮ হাজার টাকায় ইজারা পেয়েছের ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, সচ্ছতার সাথে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেদারপুর হাট সহ নবারুন সংসদ এলাকার অস্থায়ী হাটের কোন সিডিউল বিক্রি হয়নি। এই হাটের সম্ভাব্য সরকারী মূল্য ছিল ৪৯ লাখ ২৬ হাজার টাকা।

Leave a Reply