মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। সোমবার (৪ জুলাই) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, যাত্রীবাহী একটি লঞ্চ স্টেশনারি পণ্যভর্তি ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা ছয়জনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

জানা যায়, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকা যাচ্ছিল। এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে মিরকাদিম সংলগ্ন ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে ট্রলারের কেউ নিখোঁজ নেই। ট্রলারে থাকা ছয়জনই তীরে উঠতে সক্ষম হন। আল্লাহর দান-১ ট্রলারটি স্টেশনারি পণ্যভর্তি মালামাল নিয়ে ঢাকা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটি জব্দ করা যায়নি।

সময় টিভি

Leave a Reply