সিসি ক্যামেরার আওতায় মুন্সীগঞ্জ

সিসি টিভি ক্যামেরার আওতায় আসলো মুন্সিগঞ্জ শহর ও আশেপাশের এলাকা। পুরো শহরের পাশপাশি শহরের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা মনিটরিং করবে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব ক্যামেরার ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের’ উদ্ধোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এতে শহরের অপরাধ নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ছাড়াও যানজট নিরসনে এই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ বিভাগ। পুলিশ সুপারের কার্যালয়ের কন্টোল রুম থেকেই পুরো শহরের চিত্র দেখা যাবে।

`কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের’ উদ্ধোধনে উপস্তিতি ছিলেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সহ উর্ধত্বন কর্মকর্তারা।

সময় টিভি

Leave a Reply