নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, ধানক্ষেতে মিললো লাশ

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে এক শিশু নিখোঁজ হয়েছিল। পরদিন ধানক্ষেত থেকে ওয়ালিদ হাওলাদার (৩) নামে ওই শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল এলাকার শিশুটির নানা অরুন হাওলাদারের বাড়ির পাশের বিলের ধানী জমিতে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে এলাকাবাসী টঙ্গীবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহত ওয়ালিদ জেলার সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের সালাউদ্দিন হাওলাদারের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে ৬ সেপ্টেম্বর বিকালে নিখোঁজ হয়। তার মামা তাইবান হাওলাদার ওই দিন রাতেই টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো.মুন্সীগঞ্জ প্রতিনিধি রাজিব খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওয়ালিদ হাওলাদার নামের এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন অংশে ফেটে গেছে। তবে কীভাবে মৃত্যু হযেছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

শিশুটির পরিবারের অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলা ট্রিবিউন

Leave a Reply