পুলিশ দেখে পালানোর সময় ডিভাইডারে ধাক্কা খেয়ে ডাকাত নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ডাকাতির সময় পুলিশ দেখে পালাতে গিয়ে একজন নিহত হন। রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ডাকাতদলের দায়ের কোপে ইমাম (১৭) ও হৃদয় (১৮) নামের দুই সিএনজি যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় শনাক্ত হয়নি।

পুলিশ ও স্থানীরা জানায়, রাতে কেওয়াটখালি এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে ব্যারিকেড দেয় 8-৮ জনের ডাকাত চক্র। এসময় তারা বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে টাকা, জিনিসপত্র লুটে নিতে থাকেন। ডাকাতদের দায়ের কোপে আহত হন সিএনজি যাত্রী ইমাম, হৃদয়। খবর পেয়ে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে যায়৷ পুলিশ দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। দৌড়ে পালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে মৃত্যু হয় একজনের।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহের পাশে পড়ে থাকা একটি দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

Leave a Reply