নিখোঁজের তিনদিন পর অটোচালকের মরদেহ মিলল ডোবায়

মুন্সিগঞ্জ সদরে অটোরিকশা নিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ডোবায় মিলল চালক শুভ ঢালীর (৩১) মরদেহ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের আজিমপুরা গ্রামের ডোবাটিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মুন্সিগঞ্জ সদর থানায় খবর দেয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শুভ ঢালী (৩১) সদর উপজেলার সুখবাসপুর গ্রামের নাসির ঢালীর ছেলে বলে জানা গেছে।

তার চাচাতো ভাই স্বপন ঢালী জানান, ২৬ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শুভ ঢালী। তার নিখোঁজের ঘটনায় পরদিন মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে আজিমপুরা থেকে বিকেলে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় । পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজজি

Leave a Reply