শ্রীনগরে গৃহবধূ (৩০) ধর্ষণ চেষ্টা মামলার আসামী বাবুল বেপারীকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে গাজিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল বেপারী উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া বাজার সংলগ্ন পূর্ব পাড়ার মরহুম হজরত আলী বেপারীর ছেলে।
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, গাজিপুর থেকে র্যাব সদস্যরা আসামি বাবুলকে গ্রেপ্তার করেন। শ্রীনগর থানা পুলিশের একটি দল আসামিকে আনতে গেছেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে বাবুল বেপারী জোরপূর্বক বসতঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায় গৃহবধূ ও তার ১৪ বছরের মাদ্রাসা পড়ুয়া কন্যার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে লম্পট বাবুল বেপারীকে আটকে রাখার চেষ্টা করলে বাবুল বেপারী তার পরনের লঙ্গি, সেন্ডেল ও একটি বিশেষ স্প্রে ফেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলা নং-২৮। এ ছাড়া, ঘটনার ৪ দিন পর গৃহবধূর নাবালিকা কন্যা হঠাৎ নিখোঁজ হয়।
এ বিষয়ে তার পরিবার শ্রীনগর থানায় একটি ডায়েরি করেন। মামলার হাত থেকে বাঁচতে প্রতিবেশী লম্পট প্রভাশালী বাবুল বেপারী ও তার ভাইয়েদের সহযোগিতায় ওই মাদ্রাসা ছাত্রী ও গৃহবধূর ১৪ বছরের কন্যাকে সুকৌশলে ধরে নিয়ে আটকিয়ে রাখে। পরে এলাকায় প্রচার করতে থাকে বাবুল বেপারীর সাথে গৃহবধূর ওই কন্যার বিয়ে হয়ে গেছে। বিষয়টি প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাবুল বেপারী মালেয়শিয়া প্রবাসী অত্র এলাকা আইপিএল জুয়ারি হিসেবে পরিচিত।
নিউজজি