মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ উঠেছে। উপজেলার আলামিন বাজারে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে চাহিদামতো চাঁদা না পেয়ে তারা এ ভাঙচুরের ঘটনা ঘটায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কামারগাঁও এলাকার ইদ্রিস মুন্সীর ছেলে হাবিবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান আলামিন বাজারে চার মাস আগে মার্কেট নির্মাণের জন্য পাইলিং করেন। এ সময় ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিনের নেতৃত্বে বারেক মোড়ল, ইসহাক মোড়ল, মোহন, বিপুল, রবিন, রিফাত, ইসমাইল, হৃদয়, রাজাসহ বেশ কয়েকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবির বিপরীতে পাঁচ লাখ টাকা দেয়া হয়। কিন্তু পরবর্তিতে বাকি টাকা না পেয়ে তারা মার্কেটের জায়গা দখলের চেষ্টা করেন। সর্বশেষ তারা বৃহস্পতিবার দুপুরে মার্কেটের কাজ বন্ধ করে দেন এবং টিনের বাউন্ডারি ভাঙচুর করেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন মোড়ল বলেন, হাবিবুর রহমানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো তারা আমাদের জায়গা দখল করেছেন।
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নয়া দিগন্ত
Leave a Reply