শ্রীনগরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে যুবক আহত

শ্রীনগরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শ্বশুর বাড়ির লোকজনের মারধরে মো. রুবেল শেখ নামে এক যুবক আহত হয়েছে। আহত মো. রুবেল শেখ পাটাভোগ গ্রামের নুরু শেখ। এ ঘটনায় ভুক্তভোগীর মা আলেয়া বেগম শ্রীনগর থানায় বীরতারা এলাকার জাহাঙ্গীর মেম্বার, রেজাউল ইসলাম রাজু, রাজন, রুবেল, কাদির, হৃদয়, নয়ন, আকাশসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটাভোগ গ্রামে রুবেল শেখ বিদেশ যাওয়ার জন্য ৪ লাখ টাকা ঘরে স্ত্রী মিলির কাছে রাখে। কিছুদিন পরে মিলি ওই টাকা তার বাবার বাড়ির লোক ডেকে ব্যাগে করে টাকা দিয়ে দেয়। এনিয়ে গত ২০ অক্টোবর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিলিকে তার বাবার বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। শনিবার রুবেল সকালের দিকে হাসপাতালে স্ত্রীকে দেখতে গেলে মামা শ্বশুর জাহাঙ্গীর মেম্বার ও তার লোকজন তুলে বীরতারা এলাকায় নিয়ে মারধর করে।

পরে আহত রুবেলের অবস্থা খারাপের দিকে গেলে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন।

রুবেলের মা আলেয়া বেগম বলেন, বৌ-মা মিলি ছেলের বিদেশে যাওয়া টাকা রহস্যজনক কারণে সরিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এনিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হলে বাবার বাড়ির লোকজনের কাছে বিচার দেয়। মিলি হাসপাতালে ভর্তির খবর পেলে রুবেল দেখতে গেলে তাকে তুলে নিয়ে মারধর করে। উপায় না পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।

বীরতারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাগনিকে মারধর করার বিষয়ে রুবেলের কাছে জানতে চাওয়া হয়েছে। তাকে মারধর করা হয়নি। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এটা টাকা পয়সার বিষয় না।

এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply