ঠোঁট কাটা, তালু কাটা, পোড়া রোগী : মুন্সীগঞ্জে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ২০ নভেম্বর থেকে দুই সপ্তাহ বিনা মূল্যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নেদারল্যান্ডসের বিশেষায়িত ডাক্তার এবং প্লাস্টিক সার্জন এই চিকিৎসাসেবা দেবেন। আগ্রহী চিকিৎসাপ্রার্থীরা যমুনা ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখা/উপশাখা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ নভেম্বর।

এক দশকের বেশি সময় ধরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন, শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানাবিধ সিএসআর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠবারের মতো এই আয়োজন করা হলো।

আগে অনুষ্ঠিত পাঁচটি ক্যাম্পে বিনা মূল্যে দুই হাজার ৩৬১ জন রোগীর চিকিৎসাসহ ৭৭১ জন সার্জারির সুযোগ পান।

কালের কন্ঠ

Leave a Reply