মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান বেপারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এর আগে রোববার রাতে এশার নামাজ শেষে বাজার মসজিদ থেকে বের হওয়ার সময় মুন্সীগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় সদর থানার সাব-ইন্সপেক্টর মাইনউদ্দিন অজ্ঞাতসহ ৩১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় সুলতান বেপারিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ মুক্তারপুর বিএনপির বিরুদ্ধে করা পুলিশের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেয় এজহারনামীয় ৩৬৫ জন আসামি। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ নয়জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বাকিদের জামিন মঞ্জুর করে আদালত। ৮ ও ৯ নভেম্বর এবং ১৩ ও ১৪ নভেম্বর জামিন আবেদন করে সর্বমোট ৩৫৬ জনের জামিন মঞ্জুর করেন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ ও অতিরিক্ত জেলা দায়রা জজ আপদালত।

বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মাহবুবু আলম স্বপন। এ সময় আসামিদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবির (শাহিন মিঝি), অ্যাডভোকেট দেলোয়ারসহ প্রায় ৩৫ জন।

নয়া দিগন্ত

Leave a Reply