সিরাজদিখানে বিএনপির আহবায়ক কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ

নাছির উদ্দিন : সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটি নিয়ে থানা বিএনপির সাবেক সভাপতি,সাধারন সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তোষ,হতাশা বিরাজ করছে। সম্প্রতি সিরাজদিখান থানার বিএনপির আহবায়ক শেখ মো.আব্দুল্লাহ ও সদস্য সচিব মো.হায়দার আলীর স্বাক্ষরিত উপজেলার ১৪ টি ইউনিয়নের নিজের ব্যাক্তি পছন্দের লোক দিয়ে আহবায়ক কমিটি ঘোষনা করে বলে অভিযোগ করছেন নেতা কর্মীরা । কোনো রকম আলোচনা বা থানা বি এন পির আহবায়ক সদস্যদের সাথে আলোচনা বা ইউনিয়ন সম্মেলনে ছাড়াই থানা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব একক ভাবে এই কমিটি করেছেন বলে অভিযোগ করেছেন কমিটির বিক্ষুব্ধ নেতারা।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, যারা গত ১৪ বছরে কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি, কোন রাজনৈতিক মামলা হামলার শিকার হয়নি। গত জাতীয় নির্বাচনে দলের পাক্ষে এলাকায় ভোট দিতে আসেনি। আ’লীগের যোটের সাথে সক্ষতা রেখেছে তাদের পদায়ন করা হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী নেতাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এমনকি আহবায়ক সদস্য ও রাখা হয়নি এমন অভিযোগ এনেছেন এক সময়ে বিএনপিতে সক্রিয় নেতাকর্মীরা। তাদের অনেকেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন বলেন,‘আমি দীর্ঘ ১৮ বছর সিরাজদিখান থানা বিএনপির সভাপতি ছিলাম, এই ১৮ বছরে দলে কোন কোন্দল প্রবেশ করতে দেইনি। সম্প্রতি উপজেলার ১৪ টি ইউনিয়নে যে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে তাতে থানার বর্তমান আহবায়ক শেখ মো.আব্দুল্লাহ ও সদস্য সচিব হায়দার আলী তারা রাজনীতির কোন রীতিনীতি না মেনে গঠনতন্ত পরিপন্থি কাজ করেছে ,তারা থানা এবং ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে আলাপ আলোচনা না করেই একক সিদ্ধান্ত নিয়ে ফেইসবুকের মাধ্যমে কমিটি ঘোষনা করেছে । কমিটি নিয়ে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তেষ বিরাজ করছে । ,

রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি খাইরুল আলম স্বপন বলেন,‘নবগঠিত ইউনিয়নের বিএনপির কমিটিতে এমন লোক আনা হয়েছে যারা বিগত ১০/১২ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না এমন কি বিএনপির কোন কর্মসূচীতে অংশ গ্রহন করেন নাই ।

তিনি আরো জানান, বিএনপির জন্মকাল থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত অথচ তাকে এই আহবায়ক কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে।’

রশুনিয়া ইউনিয়ন শফিকুল ইসলাম বাদল বলেন,‘ভাই আমি রশুনিয়া ইউনিয়নের তিন বারের সাধারন সম্পাদক এবার সভাপতি প্রার্থী ছিলাম কিন্তু দু:খের বিষয় খিদির চৌধুরী নামে এক লোককে আমার ইউনিয়নের আহবায়ক করা হয়েছে অথচ খিদির চৌধূরী কোন প্রার্থী ছিলনা এমন কি বিএনপির রাজনীতির সাথেও তার সম্পৃত্ততা ছিল না । এ রকম মনগড়া কমিটি খুবই দু:খ জনক । ’

থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো.হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন,‘পদ হচ্ছে দু‘টি সবাইকেতো আর সন্তোষ্ট করা যায় না,আমরা গঠনতন্ত মেনেই কমিটি দিয়েছি ।’

Leave a Reply