মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ব্লেড দিয়ে পুলিশকে আহত করার ঘটনায় আটক স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, সোমবার রাতে এ ঘটনায় আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলী বাদী হয়ে অভিযুক্ত শাহ জালাল (৫০) ও সঙ্গে থাকা তাঁর স্ত্রী রীনা বেগমকে (৪৫) আসামি করে মামলা করেছেন। মামলার পর মঙ্গলবার দুপুরে আসামি শাহ জালাল ও রীনার রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের ভেতর কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহ জালাল ও তাঁর স্ত্রী রীনা।
একপর্যায়ে কনস্টেবলকে ব্লেড দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন শাহ জালাল। এ সময় তাঁর পিঠ ও কনুইতে জখম হয়। জালাল দৌড়ে পালাতে গেলে আদালতে থাকা বিচারপ্রার্থী ও পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
সমকাল
Leave a Reply