মুন্সীগঞ্জে মহাসড়কের পাশে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক ও জনপথ অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ।

সওজের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালায়।

তিনি জানান, অভিযান চালিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাস কাউন্টার, খাবারের হোটেল ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন প্রমুখ।

দেশ রুপান্তর

Leave a Reply