শ্রীনগরে মন্দিরের জায়গা দখলের অভিযোগ

শ্রীনগরে একটি দুর্গা মন্দিরের জায়গা দখলের অভিযোগ উঠেছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জুড়াসার গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আসার খবর পেয়ে দখলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত গৌরাগ চন্দ্র বাড়ৈর ছেলে পিকে বাড়ৈ গং ও প্রতিবেশী রাধা রমন বাড়ৈর ছেলে জয়দেব বাড়ৈ গংদের সাথে জায়গাজমি নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ জয়দেব গং এর আগেও দুর্গা মন্দিরের সামনে ওই জায়গা দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর বুধবার (২১ ডিসেম্বর) খুব সকালে ২০ থেকে ২৫ জন বহিরাগত লোকজন নিয়ে জয়দেবরা জায়গাটি দখলের চেষ্টা চালায়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরে।

ভুক্তভোগী শুভংকর বাড়ৈ বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইশারায় জয়দেব বাড়ৈরা এদিন মন্দিরের জায়গা দখলের জন্য বহিরাগত লোকজন নিয়ে বাড়িতে প্রবেশ করে। ঘর নির্মাণ কাজ শুরু করলে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা বাড়ির মহিলাদের মারধর করে। প্রভাবশালী মহলটি আমাদেরকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছে। উপায় না পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জয়দেব বাড়ৈর মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই প্রভাষ কুমার জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply