ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম করে মালামাল লুট করার পরও আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো মামলা তুলে নিতে আসামিদের হুমকিতে শঙ্কিত থাকতে হচ্ছে বাদি ও তার পরিবারকে। অভিযোগ রয়েছে পুলিশের সাথে আঁতাত করে আসামিরা ভুক্তভোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে লিখিত দেয়া হয়েছে।
ভুক্তভোগী জুলেখা বেগম অভিযোগ করেন, গত মাসের ১০ তারিখ রাতে স্থানীয় ছালাম তার সহযোগীদের নিয়ে মুন্সীগঞ্জ শ্রীনগরের বাঘড়া গ্রামের বাড়িতে ডাকাতি করতে আসে। টের পেয়ে তার ভাতিজি লিমা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মালামাল লুট করে চলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এই ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টো আসামিরা পুলিশের সাথে আঁতাত করে মামলা তুলে নিতে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ব্যপারে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজির হস্তক্ষেপ কামনা করেছে জুলেখা বেগমের পরিবার।
নয়া দিগন্ত
Leave a Reply