মুন্সীগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

মুন্সীগঞ্জ সদরের মহাখালী ইউনিয়নের নুরপুকুর পার গ্রামের জে‌রিন আক্তার (২৩) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মোঃ মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ডি‌সেন্বর শ‌নিবার সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

একই দি‌নে শ‌নিবার (২৪‌শে ডি‌সেন্বর ) সন্ধ্যায় জে‌রিন আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শশুর বাড়ীর অত্যাচার জের ধরে জে‌রিন বেগম‌কে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

গৃহবধু জে‌রিন আক্তার মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মহাখা‌লী ইউ‌নিয়‌নের মোঃ জামাল ভূইয়ার একমাত্র মেয়ে ও স্বামী মোঃ মুরাদ হো‌সেন মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার পঞ্চসার ইউ‌নিয়নের মিরশ্বর মোঃ ম‌নির হো‌সেনের ছেলে বলে জানা গেছে।

তারা মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার পঞ্চসারের এলাকার মিরেশ্বর ( কা‌লি‌খোলা ) মস‌জি‌দের পা‌শ্ব‌ে নিজ বাড়ী‌তে দীর্ঘদি‌ন ধ‌রে বসবাস করেন ।

এ বিষ‌য়ে জে‌রি‌নের শশুড় বাড়ীর লোকজন‌দের সা‌থে যোগা‌যোগ কর‌লে তারা কথা বল‌তে অপরাগতা প্রকাশ ক‌রেন ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তারিকুজ্জামান ব‌লেন , মামলা হ‌য়ে‌ছে , লাশ ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে ময়নাতদন্ত‌ের জন‌্য ।স্বামীকে আটক করা হ‌য়ে‌ছে ।

গ্রামনগর বার্তা

Leave a Reply