ফয়সাল হোসেন: টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির অধীনে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১১টি প্রকল্পের বেশির ভাগেই অনিয়ম পাওয়া গেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর মাঝিবাড়ি ঈদগা থেকে পশ্চিম দিকের রাস্তা মেরামতের জন্য তিন লাখ টাকা বরাদ্দ করা হয়। একই এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করতে জমির মাটি ভরাটের জন্য আরও ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। দুটি কাজের কিছুই করা হয়নি। অথচ তুলে নেওয়া হয়েছে পুরো টাকা।
পঞ্চসার ইউনিয়ন ঘুরে এ দুটি প্রকল্পের মতো এমন আরও কয়েকটি প্রকল্প পাওয়া গেছে, যেগুলোর কাজ কাগজে-কলমে সমাপ্ত। গত জুন মাসের মধ্যে এসব প্রকল্পের জন্য বরাদ্দের টাকাও তুলে নেওয়া হয়েছে। বাস্তবে এসব প্রকল্পের বেশির ভাগ ক্ষেত্রেই কোনো কাজ করা হয়নি। এক জায়গার নাম ব্যবহার করে অন্য জায়গায় কাজ করা হয়েছে। কোনোটির কাজ আংশিক হয়েছে। আবার এক প্রকল্পের জন্য দুই নাম ব্যবহার করে প্রকল্পের টাকা তোলা হয়েছে।
এ ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময় খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে থাকা ১১টি প্রকল্পেই এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রথম আলোকে পঞ্চসার ইউপির চেয়ারম্যান গোলাম মস্তফা বলেন, ‘টিআর, কাবিখা, কাবিটা—সব প্রকল্পের কাজই হওয়ার কথা। কাজ শেষ না করে টাকা নেওয়ার কথা নয়। ওই সময়ে আমি নানা কাজে দেশ-বিদেশে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম।’
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) থেকে পাওয়া তালিকা থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে টিআরের ৫৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ হয় ৬৫ লাখ ৮৩ হাজার ৬০৪ টাকা। এ ছাড়া কাবিটা ও কাবিখার ৫৩টি প্রকল্পের জন্য ৮৮ লাখ টাকা ও ১১৮ টন গম বরাদ্দ হয়। এর মধ্যে পঞ্চসার ইউনিয়নে ১১টি প্রকল্পে প্রায় ২৭ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা বরাদ্দ করা হয়। জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। তাই প্রতিটি প্রকল্পের কাজ বাস্তবায়ন দেখিয়ে চেক তুলে নেওয়া হয়েছে।
ইউনিয়নটির দশকানি এলাকার সায়েদ ভূইয়ার বাড়ি থেকে সেলিনা বেগমের বাড়ি অভিমুখ পর্যন্ত মাটি ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল নির্মাণের জন্য ৯ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। সরেজমিনে দেখা যায়, এ প্রকল্পের কোনো কাজ হয়নি। সেলিনা বেগমের ছেলে মো. সেলিম বলেন, শোনা যাচ্ছিল, রাস্তার কাজ হবে, তবে কোনো কাজ হয়নি।
মুক্তারপুর চৌধুরী বাড়ির আবুল চৌধুরীর বাড়ি থেকে হুমায়ুন ডাক্তারের বাড়ি অভিমুখে রাস্তায় মাটি ভরাট ও সিসি ঢালাইয়ের জন্য ৯ টন চাল বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। অথচ প্রকল্পের কাজ সমাপ্ত দেখানো হয়েছে। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালিগাঁও পাকা রাস্তা থেকে বোরহান প্রিন্সিপালের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থানে গাইডওয়াল নির্মাণের জন্য ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ হয়। এখানে শুধু আড়াই-তিন ফুট উচ্চতার প্রায় দুই শ ফুট দৈর্ঘ্যের দেয়াল করা হয়েছে।
কয়েকটি কাজ হলেও সেগুলো খুবই নিম্নমানের। এর মধ্যে এক লাখ টাকায় গোসাইবাগ পাকা রাস্তা থেকে আবু হানিফের বাড়ির রাস্তায় ড্রেন করা হয়েছে। ৪ লাখ ৪৫ হাজার টাকায় জোড়পুকুরপাড় পূর্বপাড়া পাকা রাস্তা থেকে রুহুল আমিন মাস্টারের বাড়ি অভিমুখে রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। ৪ লাখ ৭৫ হাজার টাকায় ৩ নম্বর ওয়ার্ডের দশকানি ভূইয়াবাড়ি জামে মসজিদের রাস্তা সিসি ঢালাই করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র পাঁচ-ছয় মাস আগে কাজ করা হয়েছে। এখনই ইটের খোয়া উঠতে শুরু করেছে।
প্রতিটি প্রকল্পের সরেজমিন চিত্র নিয়ে কথা হয় পঞ্চসার ইউপির সচিব রুহুল আমিন সবুজের সঙ্গে। তাঁর দাবি, প্রতিটি প্রকল্পের কাজ হয়েছে। কোনো প্রকল্পের কাজ বাকি নেই। তবে ইউনিয়নের রতনপুর এলাকায় যে দুটি প্রকল্প ছিল, এ বিষয়ে তিনি জানেন না। এটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানেন।
এ বিষয়ে সদর উপজেলা পিআইও আহম্মেদ রেজা আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে প্রতিটি প্রকল্পের কাজে হয়েছে। কাজ শেষ করার পরে সংশ্লিষ্টরা বরাদ্দকৃত অর্থও তুলে নিয়ে গেছেন। এরপর কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রথম আলো
Leave a Reply