দুই পক্ষের বিরোধে যন্ত্রণার জীবন

ফয়সাল হোসেন: পক্ষ দুটির ৩০-৪০ বারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। মামলা হয়েছে ৩০টি। পড়ে আছে ফসলি জমি। বন্ধ শিশুদের পড়াশোনা।

এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দুটি গ্রামে দুই ব্যক্তির অনুসারীদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। তাঁদের এই বিরোধে সাধারণ মানুষ পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। হামলা-মামলার ভয়ে ছয় মাস ধরে এলাকাছাড়া তিন শতাধিক মানুষ। বন্ধ হয়ে গেছে শিশুদের পড়াশোনা। খালি পড়ে আছে কৃষিজমি।

বিবদমান এই দুই পক্ষের মধ্যে এক পক্ষের নেতৃত্বে আহমদ হাওলাদার ও অপর পক্ষের নেতৃত্বে আছে মামুন হাওলাদার। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই, বাড়িও পাশাপাশি। এর মধ্যে আহমদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থক। মামুন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আক্তারুজ্জামান জীবনের সমর্থক।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকার অন্তত ৪০ বাড়িঘর তালাবদ্ধ। এর মধ্যে কিছু ভবনের কাচের জানালা ভাঙা। টিনের ঘরে দায়ের কোপ, ককটেলের আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘরের আসবাবে লেগে আছে গুলির চিহ্ন।

স্থানীয় ব্যক্তিরা জানান, খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে আহমদ ও মামুনের অনুসারীরা সর্বশেষ গত বছরের ১০ জুলাই সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। খাসকান্দি এলাকার রবিউল ইসলাম (১৮) নামের এক তরুণ বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁর পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। বাবু ব্যাপারী নামের আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে এক চোখ হারিয়েছেন।

রবিউল ইসলাম বলেন, ‘আমি কোরবানির ঈদে ছুটি পেয়ে বাড়ি এসেছিলাম। দুই পক্ষের সংঘর্ষের সময় আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করল। জীবন বাঁচাতে পা কেটে ফেলা হয়েছে।’

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে আহমদ ও মামুনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান আবদুল হক ব্যাপারী (৪৭) নামের এক ব্যক্তি। তিনি ছোট মোল্লাকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

জমি চাষ ও শিশুদের পাঠদান বন্ধ
সংঘর্ষের জেরে আহমদ পক্ষের লোকজন এলাকাছাড়া হওয়ায় দুই গ্রামে এবার শীত মৌসুমে কোনো জমিতে ফসল আবাদ করা হয়নি। খাসকান্দি গ্রামের গিয়াস উদ্দিন ব্যাপারী বলেন, ‘আহমদ-মামুনদের দ্বন্দ্বে আমাদেরও গ্রামছাড়া করা হয়েছে। জমিতে চাষাবাদ করতে গেলে মামুন পক্ষের লোকজন হত্যার হুমকি দিচ্ছেন।’

একই রকম হতাশার কথা জানিয়েছেন কৃষকেরা। তাঁরা জানান, মামুন হাওলাদারের লোকজনের অত্যাচারের কারণে প্রায় ৩০ একর জমি পতিত পড়ে আছে। মা-বাবার সঙ্গে অন্য গ্রামে পালিয়ে বেড়াচ্ছে ৩০–৪০ জন শিশুশিক্ষার্থী।

খাসকান্দি এলাকার কোহিনুর বেগম বলেন, ‘আমার মেয়ের ঘরের নাতি সাঈদ ইসলাম স্থানীয় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। দুই পক্ষের মারামারির ফলে আমরা এখন এলাকাছাড়া। সাঈদ ছয় মাস ধরে স্কুলে যেতে পারছে না। বর্তমানে তাঁর লেখাপড়া বন্ধ রয়েছে।’

বিরোধের শুরু
কয়েক বছর আগেও ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের মানুষের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। মামুন ও আহমদের রেষারেষির কারণে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। ২০২০ সালে ওই দুটি এলাকায় বিরোধ চরম আকার ধারণ করে। মামুন পক্ষের লোকজনের জমির ওপর দিয়ে আহমদ পক্ষের আলু বহনকারী ট্রলি যাওয়াকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়। এর পর থেকে ছোটখাটো ঘটনা নিয়েও রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। নিজেদের শক্তি দেখাতে আহমদ স্থানীয় আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন ভূঁইয়া ও মামুন অপর আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান জীবনের সমর্থক হয়ে যান। এতে আরও শক্তিশালী হয়ে ওঠে মামুন, আহমদরা।

স্থানীয় কয়েকজন বলেন, দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে তিন বছরে ৩০ থেকে ৪০ বারের বেশি সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কয়েক শ কর্মী-সমর্থক আহত হয়েছেন।

চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, আহমদ ও মামুন কার চেয়ে কার ক্ষমতা বেশি, তা প্রকাশ করার জন্য সংঘর্ষে জড়াচ্ছেন। পুলিশ, প্রশাসন বিভিন্ন সময় কোনো না কোনো পক্ষকে সুবিধা দেয়। যার মাশুল গুনতে হচ্ছে দুই গ্রামের মানুষকে।

দুই ভাই বরাবরই শান্তির কথা বললে বাস্তবে এর প্রতিফলন নেই। এবারও যেমন আহমদ হাওলাদার বলেন, ‘আমি এলাকায় আর কোনো সংঘাত চাই না। এলাকায় শান্তির সঙ্গে থাকতে চাই।’ একই কথা বললেন মামুন হাওলাদারও।

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেন, পক্ষ দুটি যাতে এলাকায় সম্প্রীতিতে বসবাস করতে পারে ও ভবিষ্যতে যাতে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

প্রথম আলো

Leave a Reply