শ্রীনগরে হাসপাতালে পরে থাকা অজ্ঞাত মরদেহের পরিচয় জানা গেছে। মৃত ব্যক্তির নাম গোলাম রহমান। সে বগুড়ার ধনুট উপজেলার হিমার দিঘী এলাকার মো. আলেফ খানের ছেলে। এর আগে, গত ২ জানুয়ারি সকালে হঠাৎ শ্রীনগর বাজার সংলগ্ন একটি রাস্তা পাশে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তিকে অসুস্থ হয়ে পরে থাকতে দেখা যায় স্থানীয়দের সহযোগীতায় অসুস্থ ওই ব্যক্তিকে সাব্বির নামে এক অটোচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। পরে গত মঙ্গলাবার দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
এ খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ অজ্ঞাত মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পাশাপাশি পরিচয় জানার জন্য পিবিআই’র ফিঙ্গার প্রিন্ট টিমকে খবর দেন। সংশ্লিষ্ট টিমের সহযোগীতায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় সমন্ধে জানা যায় নিহত ব্যক্তির নাম গোলাম হোসেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লোকটি দিনমজুরের কাজের জন্য শ্রীনগরে এসেছিলেন। মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
নিউজজি
Leave a Reply