ঢাকায় বিদেশী পিস্তলসহ শ্রীনগরের তায়েফ গ্রেপ্তার

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার ওয়ারী থানা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, একটি এ্যামুনেশন, নগদ টাকা ও মোবাইল ফোনসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার ১২নং নবাব ষ্টীট বাবলী রোজ গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের গাজী সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি (পরিচালক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০, কেরানীগঞ্জ, ঢাকা) মো. ফরিদ উদ্দিন পিপিএম প্রেরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর এলাকাসহ অন্যান্য এলাকায় বিভিন্ন লোকজনকে পিস্তলের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজজি

Leave a Reply