গজারিয়ায় বাসার দরজা ভেঙে হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড নামে একটি প্রসাধনী নির্মাণাধীন কারখানার হিসাবরক্ষক সোহেল রানার (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় নির্মাণাধীন প্রসাধনী কারখানা সংলগ্ন আবু বক্কর সিদ্দিক মিযার বাড়ির দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা টাঙ্গাইল জেলার কালীহাতি থানার জগরমান গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি এক বছর ধরে কারখানায় হিসাবরক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল রানা কারখানায় না আসায় তার সহকর্মীরা তার ভাড়া বাসায় যান। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পর সন্দেহ হলে বাইরে থেকে দ্বিতীয় তলার জানালা দিয়ে খাটের ওপর সোহেল রানার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গজারিয়া থানার উপপরিদর্শক আল ইমরান জানান, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।

সময় টিভি

Leave a Reply