গোপালগঞ্জের কাশিয়ানীর বেলতলা বাজার থেকে গ্যাসভর্তি সিলিন্ডারসহ ছিনতাই হওয়া ট্রাক মুন্সীগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা ব্রিজের ঢাল থেকে ট্রাকটি উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। তবে ট্রাকে থাকা ৫৯৬টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারগুলো অন্যত্র সরিয়ে খালি ট্রাকটি মেঘনা ব্রিজের ঢালে ফেলে গেছে ছিনতাইকারী চক্র। অন্যদিকে, উদ্ধারের খবর পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ খালি ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছে।
গজারিয়া থানার এসআই সেকেন্দার আলী জানান, শুক্রবার সকালে মেঘনা ব্রিজের ঢালে চালকবিহীন একটি ট্রাক পড়ে থাকার খবর পান। সেখানে গিয়ে ট্রাকে লেখা নম্বর থেকে মালিককে কল দিয়ে জানতে পারেন সেটি সিলিন্ডারসহ ছিনতাই হয়েছিল। পরে কাশিয়ানী থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, গত বুধবার রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার থেকে ১২ কেজি ওজনের ৫৯৬টি সিলিন্ডারসহ ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় মামলা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহমেদ জানান, ছিনতাই হওয়া ট্রাকটি খালি অবস্থায় গজারিয়া থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী চক্র গ্যাস সিলিন্ডারগুলো অন্যত্র সরিয়ে ট্রাকটি ফেলে গেছে। সিলিন্ডারগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সমকাল
Leave a Reply