গজারিয়া থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে মো. বায়েজিদ (২১) নামে মোটরসাইকেল চোরচক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতার বায়েজিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিলেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply