মুন্সীগঞ্জে কলকারখানার দূষণে বেড়েছে শ্বাসকষ্ট রোগী

মুন্সীগঞ্জে বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। কলকারখানায় সহনীয় মাত্রার চেয়ে আট গুণ বেশি এসপিএম চিহ্নিতের পরও দূষণ রোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সরকারি হিসাবে জেলার ৭১ কলকারখানা বায়ুদূষণ করছে। কিন্তু বাস্তবে তা তিন গুণেরও বেশি। এদিকে দূষণের কারণে জেলায় শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

সরেজিমন দেখা গেছে, জেলায় অবস্থিত শাহ সিমেন্ট কারখানাটিতে প্রতি ঘনমিটার বাতাসে ২০০ মাইক্রোগ্রাম এসপিএমের স্থলে পাওয়া যায় ১ হাজার ৫৫১ মাইক্রোগ্রাম এসপিএম। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা তীরে অবস্থিত কারখানাটিকে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে সম্প্রতি ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদফতর। এরপরও থেমে নেই বায়ুদূষণ। জাহাজ থেকে খোলা ক্রেনে করে রাতদিন ক্লিংকার অপসারণ করা হচ্ছে। মুচলেকা দিয়েও প্রতিষ্ঠানে স্থাপন করা হয়নি ইকো হপার। জেলার ছয়টি সিমেন্ট কারখানার পাঁচটি ভয়াবহ বায়ুদূষণ করছে।

কালো ধোঁয়ায় বায়ুদূষণ করছে জেলার বৈধ-অবৈধ ইটভাটাও। ১২ অটোরাইস মিলও কালো ধোঁয়ায় আচ্ছন্ন করছে বাতাস। যানবাহনের কালো ধোঁয়া তো আছেই। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণেও বায়ুদূষণ বেড়েই চলেছে।

স্থানীয়রা জানান, জেলায় কলকারখানার ধোঁয়ার কারণে বায়ুদূষণ বেড়েছে। এতে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। এ ছাড়াও অনেকে দীর্ঘমেয়াদি ঠান্ডা-কাশিতে ভুগছেন।

পঞ্চাশ বছর বয়সী আব্দুল বাসেত মিঞা বলেন, ‘আগে শ্বাসকষ্ট ছিল না। গত বছর থেকে শ্বাসকষ্টে ভুগছি। ইনহেলার নিতে হয়। এতে আমার চিকিৎসা খরচ বেড়েছে।’

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, শিল্পকারখানা পরিবেশবান্ধব না হওয়ায় উৎপাদনের সুফলের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে। বায়ুদূষণজনিত রোগী জেলায় গত এক বছরে দ্বিগুণ বেড়েছে। আর জীববৈচিত্র্যে ক্ষতি তার চেয়ে বেশি।

মুন্সীগঞ্জের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, কলকারখানা বৃদ্ধি পেলে দেশের জন্য মঙ্গলজনক। কিন্তু বায়ুদূষণের দিকে মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, বায়ুদূষণ রোধ করতে না পারলে আমাদের শ্বাসকষ্টজনিত রোগী বাড়বে। এ ছাড়াও সংক্রামকজনিত রোগও নিয়ন্ত্রণ করা যাবে না।

পরিবেশ অধিদফতর বলছে, জনবলের অভাবে বায়ুদূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। মুন্সীগঞ্জের পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ‘আগে থেকেই জেলায় দূষণ বেড়েছে। কিন্তু আমাদের জনবল না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।’

বায়ুদূষণ নির্ণয়ে মুন্সীগঞ্জে কোনো ল্যাব নেই। তাই নমুনা সংগ্রহ করে পাঠাতে হয় ঢাকায়।

সময় টিভি

Leave a Reply