আসন্ন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি শাজাহান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ১১ বছর পর আগামী ১৮ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে উপজেলা আওয়ামী লীগ। সর্বাধিক নিরাপত্তা এবং সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করে বিভিন্ন পর্যায়ের নেতাদের সম্মেলন সফল করার জন্য তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্মেলনে ৩৩৪ জন কাউন্সিলর তাদের মতামতের ভিত্তিতে আগামী কমিটি নির্বাচন করবে। এর মধ্যে ৮টি ইউনিয়নের প্রত্যেকটি থেকে ৩১ জন, উপজেলা আওয়ামী লীগের কমিটির ৭১ জন, কো-অপ্ট সদস্য ১৫ জন রয়েছেন।
তিনি আরও বলেন, সম্মেলনের প্রথম অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হবে। এ সাবজেক্ট কমিটি নির্ধারণ করবে কিভাবে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে তবে যদি কোনো কারণে সম্মেলন সফল করা না যায়, তবে যেকোনো উপায়ে সাবজেক্ট কমিটি নতুন কমিটি গঠন করার ব্যবস্থা করবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে সম্মেলনের দিন ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে।
যুগান্তর
Leave a Reply