শ্রীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ভবনের চারদিকে বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কাঁমারগাও এলাকায় গিয়ে দেখা যায় চলাচলের সকল পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
এই বিষয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার সরজমিন গিয়ে জানা যায়, ওই এলাকার যুক্তরাজ্য প্রবাসী শহিদুল ইসলাম শাহিনুরের একতলা ভবনে কেয়ারটেকার হিসেবে মো. ইকবাল তার পরিবার নিয়ে বসবাস করেন। গত ২৫শে ফেব্রুয়ারি শাহিনুরের ভাই আব্দুল কুদ্দুস ওই ভবনের চারপাশে এমনভাবে বেড়া দেয় যাতে মো. ইকবালের পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে।
মো. ইকবালের স্ত্রী সানজিদা বেগম বলেন, বাড়ির মালিক দেশে নেই। এই সুযোগে তার ভাই আব্দুল কুদ্দুস ভবনসহ জায়গা দখলের জন্য এই বেড়া দিয়েছে। আমার দুধের বাচ্চার জন্য দুধ আনতে অন্যের সাহায্য নিতে হচ্ছে। এই বিষয়ে আব্দুল কুদ্দুসকে ফোন করা হলে পরে কথা হবে বলে ফোন রেখে দেন। পরবর্তীতে কল করা হলে তার স্ত্রী জানান, তারা অন্য কারও জায়গায় বেড়া দেননি।
শ্রীনগর থানায় দায়ের করা অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা অংকুর কুমার ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলে গিয়ে বেড়া দেয়ার সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মানবজমিন
Leave a Reply