মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শতবর্ষী বৃদ্ধা মাকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায় তার পরিবার।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বৃদ্ধাকে হাসপাতালের ভেতরে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরায় দেখা যায় এক নারী শতবর্ষী বৃদ্ধাকে জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। তবে এ বৃদ্ধা তার পরিচয় ও ঠিকানা বলতে পারছেন না। শুধু তিনি বলেন, তার বাড়ি ভৈরব।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধার শারীরিক খোঁজখবর নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুজ্জামান বলেন, ফেলে রেখে যাওয়া বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই বৃদ্ধাকে দেখভালের জন্য সার্বক্ষণিক নার্স রয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
যুগান্তর
Leave a Reply