গজারিয়ায় রডের বান্ডেলের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কোম্পানির ভিতরে কাজ করার সময় রডের বান্ডেলের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে গজারি উপজেলার বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন দেওয়ান (৪৫)। সে গজারিয়া উপজেলার পুরাতন বাউশিয়া এলাকার মৃত বারেক দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকাল দিকে শাহিন কোম্পানির ভিতরে কাজ করছিল। সেই সময় ক্রেন দিয়ে রডের ব্যান্ডেলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছিল। এসময় একটি রডের ব্যান্ডেল ওই শ্রমিকের উপরে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে সেখান থেকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। মৃত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। প্রতিনিধি/এজে

Leave a Reply