যুবদল নেতাকে তুলে নিয়ে গুলি, যুবলীগ নেতা কারাগারে

মুন্সীগঞ্জে যুবদল নেতা জিয়া সরদারকে হত্যাচেষ্টার মামলায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে শিপন পাটোয়ারীসহ ওই মামলার আসামিরা মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক কাজী আব্দুল হান্নান শিপনসহ ৪ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়া সরদারের স্ত্রীর করা মামলায় উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শিপনসহ অন্যরা। উচ্চ আদালতের বিচারক নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার আসামিরা মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শিপনসহ ৪ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি পূর্ববিরোধকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জিয়া সরদারকে ডিবি পরিচয়ে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে শিপনসহ তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিয়াকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনায় ২৬ জানুয়ারি জিয়া সরদারের স্ত্রী সুমি রহমান বাদী হয়ে শিপন পাটোয়ারীসহ ১৫ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে মারধর, গুলি ও কোপানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ব.ম শামীম/এমজেইউ

Leave a Reply