মিরকাদিমে আড্ডা দেওয়ার সময় বন্ধু কিল-ঘুষিতে কিশোর নিহত

মুন্সীগঞ্জের মীরকাদিমে বন্ধুর কিল-ঘুষিতে এক স্কুল ছাত্র নিহতের অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ সিফাত (১৬)। সে মুন্সীগঞ্জ মীরকাদিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মীরকাদিম তীলার্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ রিগানের দাবি, মীরকাদিম পৌরসভার তীলার্দি এলাকার মসজিদের পাশে বাঁশের সাঁকোতে বসে আড্ডা দিচ্ছিল সিফাত ও তার বন্ধু সোহান। এ সময় তাদের মধ্যে মোবাইল নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহান সিফাতকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কালাম প্রধান জানান, রাত সাড়ে ৮টার দিকে সিফাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কিল-ঘুষির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে মারামারি হলে সিফাত নামের কিশোর নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সোহানকে আটক করেছে পুলিশ।

/এফআর/

Leave a Reply