মুন্সীগঞ্জে আগুনে পুড়েছে ৫ বসতঘর

মুন্সীগঞ্জে ইলেকট্রিক শর্টসার্কিটের আগুনে পুড়েছে ৫টি বসতঘরসহ ভেতরে থাকা মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি আবাসিক ভবনের পাশে থাকা ঘরের মধ্যে হঠাৎ ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা,পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। এরপর প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে কমলাঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরআগেই আগুনে পুড়ে গেছে টিন-কাঠের তৈরি পাঁচটি ঘরসহ ভেতরে থাকা সব মালামাল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিনোদপুর এলাকার স্থানীয় এক প্রবাসী আলহাজ সিরাজ বেপারীর ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়িটির আশপাশের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়িসহ বেশ কয়েকটি আবাসিক ভবন।

কমলাঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বিকেল সোয়া ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা না গেলেও বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সময় সংবাদ

Leave a Reply