প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পাল্টে গেছে শিউলীদের জীবনযাপন

‘আগে আমার পরিবার নিয়ে টঙ্গীবাড়ির পুরা এলাকার ঝুপড়ি ঘরে বসবাস করতাম। পাকা ঘরে এখন স্বামী-সন্তান নিয়ে সুখে দিন কাটাচ্ছি। আমার স্বামী ক্ষুদ্র ব্যবসা করছেন। ঘরের পাশেই পুষ্টি বাগান করে সবজির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে।’

এভাবেই মুন্সীগঞ্জের দেওয়ানকান্দি আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে জীবন বদলে যাওয়ার গল্প শোনাচ্ছিল শিউলী বেগম।

তিনি জানান, রমজানে সেহরী ও ইফতারে আগের মতো ভোগান্তি নেই, নিজ ঘরে রোজা রাখছেন, নামাজ পড়ছেন। বাসস্থানটি আপন করে সাজিয়ে নেয়ায় আশ্রয়ণ কেন্দ্রেই মিলছে সব সুযোগ সুবিধা।

এর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান।

শিউলী বেগমের মতো অনেক গৃহহীন-ভূমিহীন পরিবারের জীবনযাপন বদলে গেছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে। যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, তারা এখন জমিসহ পাকা ঘরের মালিক, সাবলম্বী। প্রতিটি ঘরই যেন এখন পুষ্টি খামার। দেখছেন নতুন স্বপ্ন। আর তাই রমজান মাসে রোজা রেখে নামাজ পরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন তারা।

হাবিবুর রহমান ব্যাপারী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের একটা ঘর দিছে। আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারছি। আমাদের দুঃখের দিনগুলো এখন আর নেই। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উপকারভোগী দেওয়ানকান্দি আশ্রয়ণ প্রকল্পের মসজিদের ইমাম আবুল হোসেন মোল্লা জানান,‌ ‘এই আশ্রয়ণ প্রকল্পের মসজিদটি আমাদের সকলের প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হচ্ছে। সকালে মক্তবে বাচ্চাদের কুরআন শিক্ষা দেয়া হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশিস দাস বলেন, মুন্সীগঞ্জ জেলার আশ্রয়ণ প্রকল্পে যে সকল উপকারভোগীরা বসবাস করেন তাদের জীবনমান উন্নয়নে জেলা পর্যায়ের কমিটি সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছে। ইতোমধ্যে ১ম, ২য় ও তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘরে উপকারভোগীরা বসবাস করছেন। চতুর্থ পর্যায়ে ২৮২ টি ঘর আমরা বরাদ্দ পেয়েছি।

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। পুরো জেলাকে ভূমিহীন মুক্ত করতে কাজ চলছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীরা হাঁস -মুরগী, গরু-ছাগল, কবুতরসহ গৃহপালিত পশু লালন পালন করছেন। অনেকে আয়বর্ধক কাজে অগ্রসর হচ্ছে। অর্থনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁদের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, জেলার স্থায়ী ঠিকানা পাওয়া এক হাজার ১৮৭ ছিন্নমূল অসহায় পরিবারের জীবন এখন অন্যরকম। তারা সাবলম্বী হয়েছেন বা হতে যাচ্ছেন। তাই পাল্টে গেছে তাদের জীবনমান। জেলায় বাকি আরও ১৮১ পরিবারকে স্থায়ী ঠিকানা দেয়ার কাজ চলমান রয়েছে।

সময় সংবাদ

Leave a Reply