লাখ ছাড়িয়েছে সম্ভু আচার্যের আঁকা পটচিত্র!

মুন্সীগঞ্জে আবহমান বাংলার ঐতিহ্য গাজীর পট। পটচিত্র নিয় পথে প্রান্তরে গান শুনিয়ে মানুষের হৃদয় জয় করেন তারা। মিরকাদিমের কালিঞ্চপাড়ার লোকজ শিল্পী সম্ভু আচার্য বংশ পরমপরায় তার ৯ পুরুষ পটচিত্র আঁকছেন। ব্রিটিশ মিউজিয়ামসহ চীন ও জাপানসহ বিভিন্ন মিউজিয়ামে ছবি স্থান পেয়েছে তার। আর দাদা ও পিতার ছবি সংরক্ষিত আছে ভারতের মিউজিয়ামে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের প্রান্তিক পর্যায়ে এখনো গাজীর পট বলে খ্যাত পটচিত্র নিয়ে সুর ও ছন্দে মানুষকে সচেতন করতে ব্যবহৃত হয় আচার্য পরিবারের ছবি। ছবির সঙ্গে গল্প। ছবির বর্ণনায় ফুটে উঠেছে কাহিনী। গায়ক লাঠি দিয়ে ছবি দেখাচ্ছে আর গানে গানে গল্প বলছে। বাংলার লোকজ এ গাজীর পট তাই আকৃষ্ট করে মানুষকে। ফলে গাজীরপট ঘিরে ভিড় পড়ে যায় মানুষের। আর বাংলা নববর্ষ ঘিরে এর আলাদা কদর।

ছোটবেলা থেকে গাজীরপট নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়ান এবং পটচিত্র, ঢোল আর লাঠি নিয়ে গান
শুনিয়ে তৃপ্তি পান মোল্লার চরের গায়ক মঙ্গল আলী। এ কাজ করেই এখনো জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন তিনি।

তিনি বলেন, ‘সেই ছোটবেলা থেকে আমি এ কাজ করে আসছি। মানুষকে গানে গানে গল্প বলেই আমার আনন্দ। আগে এর কদর ছিলো। এখন অনেকটা কমে গেছে। তবু এ পটচিত্র আর এর গল্প মানুষ গানে গানে বলতে আমার ভালো লাগে।’

পটচিত্র শিল্পী সম্ভু আচার্য জানান, কাফিলার আঠা, ডিমের কুসুম, সাবু দানা, তেঁতুল বীজের কস, চালতা পাতার তৈরি রং দিয়ে এবং ছাগলের লোমের তুলিতে ছবি আঁকেন তিনি। আচার্য্য এ পরিবারে তিনি ৯ম পুরুষ। প্রাকৃতিক রংয়ে সম্ভু আচার্যের আঁকা ছবির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে।

পটচিত্র নিয়ে গ্রামে গঞ্জে গাজী-কালুর কিচ্ছায় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়া হয়। আবহমান বাংলার সার্বজনীন এ পটচিত্রের উৎপত্তি মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে। ৯ম পুরুষ হিসাবে ৯৬২ বছরের ঐতিহ্য ধরে রেখেছে আচার্য পরিবার। তাই এখনো চোখে পড়ে গাজীর পট।

সময় সংবাদ

Leave a Reply