সিরাজদিখানে জোরপূর্বক সম্পত্তি লিখে দিতে বাধা দেয়াতে মারধর

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়ায় বাবাকে জোর পূবক সম্পত্তির লিখে দেওয়ার জন্য চাপ দেওয়াতে বাধা প্রদান করায় মেয়ে রুজিনা বেগম (৪৫) উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার রক্ষিতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, রুজিনা বেগমের মা প্রায় ১মাস পূর্বে মারা যায়, তার ভাই মোতালেব বর্তমানে ফ্রান্সে আছে। সেই ভাইয়ের সাথে তার মা মারা যাবার পূর্বে ফোনে কথা বলতে চেয়েছিল। কিন্তু তার ভাই কোন কথা বলে নাই। এই জন্য তার বাবা রাগ করে বলেছে তাকে কোন সম্পত্তি দিবে না। বাবা মা প্রায় ০৩ বছর যাবত তার নিকট থাকে। গ্রামে একটি বিয়ের অনুষ্টা সে তার বাবাকে নিয়ে অনুষ্ঠানে আসে। এই অবস্থায় তার ফ্রান্স প্রবাসী ভাইয়ের স্ত্রী সন্তান ও স্থানীয় মেম্বার মোঃ মিরাজ মেম্বার (৪৫) পিতাঃ রনজন শেখ ও মোসাঃ রুশি ( ৫০) এবং মোতালেবের স্ত্রী মোসাঃ আখি বেগম (৩৫) দুপুর ১২টার দিকে তার বাবাকে সম্পত্তি মোতালেবের নামে লিখিয়া দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তখন রুজিনা চাপ প্রয়োগ করতে বাধা দিলে তারা রুজিনাকে বাশঁ দিয়ে পিটাইয়া মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থ নেওয়া হবে।

Leave a Reply