ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম শাহাজামান (৪৫)। শনিবার র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাজামানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহজাহান মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকার মো. ইয়াকুব আলী (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেপ্তার শাহাজামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর আইনের হাত থেকে বাঁচতে তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার শাহাজানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল
Leave a Reply