মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ‍্যক্ষ কামরুল হুদা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালের মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে তালিকা প্রকাশ করা হয়েছে। এতে লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল কলেজ ও মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমির অধ‍্যক্ষ মোঃ কামরুল হুদা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।

অধ্যক্ষ মো. কামরুল হুদা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ ও ৮৭ সালে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৮ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজসহ ১৩ বছর অধ্যাপনার পর সাভার দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজ এবং এইআরই স্কুল এন্ড কলেজে ১০ বছর অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। অতঃপর উত্তরার দক্ষিণখানে কেসি মডেল স্কুল এন্ড কলেজে ৬ বছর ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করেন। বর্তমানে ইউনুছ খান মেমোরিয়াল কলেজে আগস্ট ২০২২ থেকে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

অধ্যক্ষ মো. কামরুল হুদা শিক্ষকতার পাশাপাশি একজন সাহিত্যক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বও। সাহিত্যের জগতে উনার নাম কামরুল হুদা পথিক। দুই বাংলায় প্রচলিত ধারার বিপরীতে একটি প্রণিধানযোগ্য লিটলম্যাগাজিন যা তিনি ১৯৯২ সাল থেকে সম্পাদনা করে আসছেন। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭। যার মধ্যে কবিতা, গল্প ও নাটক রয়েছে। কামরুল হুদা পথিক একজন নাট্যকার এবং নাট্য-নির্দেশক। তাঁর নিজের লেখা ও নির্দেশিত নাটকের সংখ্যা ৫টি। দুঃখী মাইনষের প্যাচাল, সুরুজ আলীর কেচ্ছা, সোনাপুরের পালাপার্বন উল্লেখযোগ্য।

১৯৯৬ সালে বর্তমান সরকার প্রথম বার সরকার গঠন করার পর বগুড়া ১১ডিভিশন, বাংলাদেশ সেনানিবাসের তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্র চাপাই নবাবগঞ্জে মুক্তিযুদ্ধ -এর চিত্রনাট্য ও তাঁর নির্দেশনায় নির্মিত হয়েছে। বর্তমানেও তিনি সাহিত্যের বিভিন্ন দিকে কাজ করে যাচ্ছেন।
অধ‍্যক্ষ মো. কামরুল হুদা জানান, একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের শৃঙ্খলা বিষয়টি দৃষ্টি দেয়া এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ককে অধিক গুরুত্ব দিয়ে থাকি। শিক্ষার্থীদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-পাঠ্য কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি।

এছাড়া তিনি আরোও বলেন,আজকের এই স্বীকৃতির পেছনে সকল শিক্ষক, শিক্ষার্থী সমান অংশীদার। এ ছাড়া তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফরিদুর রহমান খান এবং প্রতিষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপক বিডিএডুকেশনের চেয়ারম্যান ড. সুমন আহম্মেদসহ অন্যান্য পরিচালকদের প্রতি।

একুশে সংবাদ/এসএপি

Leave a Reply