সিরাজদিখান উপজেলার কেয়াইন শুলপুর এলাকায় শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷
নিরীহ ওই পরিবারের বাইওলা মারিয়া রোজারিও তার জমিতে বালু দিয়ে ভরাটে বাধা দিতে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কামারাসহ হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী বাইওলা মারিয়া রোজারিও বাদী হয়ে শক্রবার (৯ জুন) দুপুরে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিরাজদিখান থানায় দায়ের করা জিডিতে বাদী বাইওলা মারিয়া রোজারিও উল্লেখ করেন, শুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র শাখারী শুলপুর মৌজাস্থিত আর এস ক্ষতিয়ান ৩২৮ নং, আর এস দাগ নং ২৯,৪৯ ভিটি ২০ শতাংশ, নাল ৬০ শতাংশ জায়গায় গত ৭ জুন রাত সাড়ে ১০টায় জোর পূর্বক বালু দিয়ে ভরাটের কাজ শুরু করেন সম্পত্তিও তারা দখলে নেয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে বাইওলা মারিয়া রোজারিও ও তাদের পরিবারের লোকজন সম্পত্তি রক্ষার্থে ঘটনাস্থলে উপস্থিত হলে ওই সময় বাইওলা মারিয়া রোজারিওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বটি দিয়ে জবাই করে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী বাইওলা মারিয়া রোজারিও বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে অভিযুক্ত সমীর শাখারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শর্ক (তদন্ত) মো. আজগর আলী জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজজি
Leave a Reply