মাদক কারবারে বাধা দেওয়ায় মুন্সীগঞ্জ সদরে দোকানকর্মী মতিউর রহমান কালাইকে (৫৫) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে গতকাল রোববার শহরে এলাকাবাসীকে নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে মিছিল নিয়ে অবস্থান নেন। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভায় কয়েকশ মানুষ অংশ নেন। সড়ক অবরোধের কারণে শহরজুড়ে তীব্র যানজট দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তাঁদের সরিয়ে দেয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন, ছাত্রলীগ নেতা আলামিন চপল, যুবলীগ নেতা জাহিদ হাসান, সাইদুজ্জামান সোহেল, মুক্তার হোসাইন, সেলিম মোল্লা, নিহত মতিউরের ছেলে আসিফ, মেয়ে মোহনা প্রমুখ।
এ বিষয়ে মতিউরের ভাগনে আমির হোসেন বলেন, শহরের উপকণ্ঠ নয়াগাঁও পূর্বপাড়ায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে দিল মোহাম্মদ দিলা, তার দুই ছেলে জুবায়ের ও জিহাদ। মাদকদ্রব্য কিনতে তাদের বাড়িতে প্রতিদিন নানা এলাকার লোকজন আসে।
মতিউর রহমান কালাইয়ের ছেলে শাকিল এ ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে তাঁর ওপর হামলা চালায় দিল মোহাম্মদ দিলা, জুবায়ের ও জিহাদ। প্রকাশ্যে তারা শাকিলকে কুপিয়ে আহত করে। মতিউর রহমান কালাই স্ত্রীকে সঙ্গে নিয়ে এ বিষয়ে জানতে চাইলে তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী আছমা বেগম ও ছেলে শাকিল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার রাতে মতিউরের বড় ছেলে আসিফ হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। এতে আসামি করা হয়েছে দিল মোহাম্মদ দিলা, তার স্ত্রী মাসুদা বেগম এবং দুই ছেলে জুবায়ের ও জিহাদকে। রোববার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান সমকালকে বলেন, হত্যার পরপরই আসামিরা আত্মগোপনে চলে গেছে। তাই তাদের গ্রেপ্তারে দেরি হচ্ছে। তবে পুলিশের অভিযান চলছে।
সমকাল
Leave a Reply