মুন্সীগঞ্জে খালের মুখ বন্ধ, ৮১ হেক্টর জমি অনাবাদি

​​​​​​​লৌহজংয়ে একমাত্র খাল দখল করে ঘরবাড়ি নির্মাণ করে পানির ফোয়ারা বন্ধ করে দেওয়ায় প্রায় ৮১ হেক্টর কৃষি জমি অনাবাদি পড়ে আছে। গত এক বছর ধরে পানি জমে থাকায় লৌহজংয়ের কাজির পাগলা গ্রামের প্রায় ৮১ হেক্টর জমিতে কোনো আবাদ করা যাচ্ছে না। এলাকাবাসী জানান, প্রভাবশালী মহল কাজির পাগলা গ্রামের হাজিবাড়ি থেকে জামে মসজিদ পর্যন্ত এই অর্ধ কিলোমিটার খালটির মুখ ভরাট করে এবং সুবিধামতো বাড়ির পাশের খাল দখল করে ঘরবাড়ি তৈরি করে এই বিপত্তি ঘটায়।

এক বছর আগেও খালটি দিয়ে পানি প্রবাহিত হয়ে কাজির পাগলা গ্রামের পাশের দক্ষিণ পাইকসা গ্রামের বড় খালে গিয়ে মিলিত হতো। বর্তমানে খালটির মুখ বন্ধ থাকায় পানির প্রবাহ বন্ধ হয়ে শত শত কৃষক জমি থাকা সত্ত্বে¡ও এখন বেকার হয়ে পড়েছে। কাজির পাগলা গ্রামের বাসিন্দা ননী বেপারি জানান, কাজির পাগলা হাজিবাড়ির সামনে থেকে খালটির শুরু। বহু পুরনো এই খালটি দিয়ে এই এলাকায় সমস্ত কৃষি জমির পানি নিষ্কাশন হতো।

তুহিন মাঝি জানান, স্থানীয় বিএনপি নেতা জি এম কামাল খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। আমরা এলাকাবাসী বাধা দিলেও সে মানেনি। এই খালটি বন্ধ হয়ে যাওয়ায় এখন জমির পানি কোথাও সরছে না। সারাবছর কৃষি জমি পানিতে ডুবে থাকছে। এতে কোনো ফসল করা যাচ্ছে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনকন্ঠ

Leave a Reply