মুন্সীগঞ্জে প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

মুন্সীগঞ্জে মো. শ্যামল বেপারী (৩৮) নামে এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল মালয়েশিয়াপ্রবাসী ও পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গণি বেপারীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্যামল ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

গতকাল মঙ্গলবার রাতে শ্যামল নিজ বসতঘরে ঘুমিয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে রাত ২টার দিকে ওই গ্রামের ইব্রাহিম বেপারীর ভাগিনা হাবিব, মহিউদ্দিন বেপারী, শাহাদাতসহ আরো বেশ কয়েকজন মিলে শাহাদাতের ঘরে ঢুকে তার ওপর আক্রমণ করে।

ধারালো অস্ত্র দিয়ে শ্যামলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। আহতাবস্থায়ই শ্যামলকে উঠিয়ে নিয়ে পালিয়ে যেতে চায় আক্রমণকারীরা।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা শ্যামলকে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বসাক বলেন, নিহতের শরীরের কয়েক অংশে গুলি ও গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ছিল।

মুন্সীগঞ্জ সদর থানায় ওসি তারিকুজ্জামান জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতকরা ইতিমধ্যে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালের কন্ঠ

Leave a Reply