শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৪ জুন) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে নয়টায় শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্রীনগর বাজার-সংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও বাবুর দিঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)।

জানা গেছে, মো. ইয়াসিন ও সাইমনের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলের আরোহী ছিল একই উপজেলার ফুলকুচি এলাকার রাতুল (২৫), ফারদিন (১৮) ও কয়কির্ত্তন এলাকার জয় (১৯)।

দুর্ঘটনায় তারা সবাই আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় সাইমনকে ঢাকায় রেফার্ড করা হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

Leave a Reply