শ্রীনগরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলকুচি গ্রামের প্রাণকৃষ্ণ বাড়ৈর বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক একটি রাস্তার নির্মাণের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ভরাটকৃত রাস্তায় ইট বসানোয় প্রস্তুতি চলছে। ওয়ার্ডটির সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বেপারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রাণকৃষ্ণ বাড়ৈ অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে দিয়ে দেখা যায়, ফুলকুচি গ্রামের সংখ্যালঘু পরিবারটির বসতবাড়ির দক্ষিণ পাশে মালিকানা জায়গার ওপর দিয়ে সাবেক ইউপি সদস্যর বাড়ির জন্য একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। লক্ষ্য করা গেছে, বসতবাড়ির দক্ষিণ পাশের জায়গায় ইট বিছানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। অপরদিকে জায়গার মালিক প্রাণকৃষ্ণ বাড়ৈ রাস্তা নির্মাণের শুরু থেকেই এ বিষয়ে আপত্তি করে আসছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রাণকৃষ্ণ বাড়ৈ বলেন, প্রায় ৭ মাস আগে নুরুল ইসলাম বেপারী আমার জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে চাইলে আমার ক্ষতিসাধনের বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান সাহেব কাজ বন্ধ করে দেন। অথচ শনিবার (১৭ জুন) সকালে আমার জায়গা দিয়ে রাস্তা নির্মাণের জন্য ইট সলিংয়ের কাজ শুরু করেন। কারণ জানতে চাইলে সাবেক মেম্বার নুরুল ইসলাম বেপারী ও তার লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

নুরুল ইসলাম বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তান আমল থেকে এই রাস্তাটি ব্যবহার করে আসছি। এখন রাস্তায় ইট সলিংয়ের কাজ শুরু হয়। পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব শাহ এ বিষয়ে জানান, আমরা বলেছিল প্রাণকৃষ্ণ বাড়ৈর বাড়ির পাশে পুকুরের আংশিক ভরাট করে রাস্তা করতে। কিন্তু সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বেপারী হিন্দু পরিবারটির আপত্তি শর্তেও বসতবাড়ি ব্যবহার করে রাস্তায় ইট বসানোর চেষ্টা করছেন। পরিবারটির সাথে এক ধরণের জুলুম করা হচ্ছে।

কোলাপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বাবু জানান, উভয় পক্ষকে নিয়ে বসে রাস্তা করার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। আজকে ইট বিছানোকে কেন্দ্র করে তাদের মধ্যে কি হয়েছে এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।

শ্রীনগর থানার এএসআই মো. জিয়াউল হক জানান, অভিযোগের পরিপেক্ষিতে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তাদেরকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

নিউজজি

Leave a Reply