সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উড়েনা জাতীয় পতাকা

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে না জাতীয় পতাকা উত্তোলন। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের সামনেই পতাকা মঞ্চ থাকলেও দন্ডগুলো দেখা গেছে শুধু রশি নিয়ে দন্ডায়মান।

সরজমিনে গিয়ে গত এক সপ্তাহ যাবত পর্যবেক্ষণ করে সাংবাদিকরা দেখতে পান সকাল থেকে সন্ধ্যা পূর্ব পর্যন্ত কোন সময়ই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। হাসপাতাল সংলগ্ন আশপাশের ব্যবসায়িরা জানান, দীর্ঘদিন ধরেই হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন চোখে পড়ে না। এ নিয়ে কাউকে কিছু বলতেও দেখি না।

সিরাজদিখান উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার বলেন, একজন সরকারি কর্মকর্তা একটি সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করে না এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

এদিকে, জাতীয় পতাকা আইন ১৯৭২ অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে অফিস চলাকালীন সময়ে সম্মানের সাথে পতাকা উত্তোলন ও নামানোর কথা উল্লেখ করা হয়েছে। অপরদিকে, ২০১০ সালের ২০ জুলাই প্রণীত আইন অনুযায়ী জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা হলে ৫ হাজার টাকা জরিমানা বা ১ বছরের কারাদন্ড কিংবা উভয়দন্ডের বিধান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বলেন জাতীয় দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও শোক দিবসে অর্ধনমিত থাকে। অন্য দিনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা নেই।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরবলেন, সকল প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে।

Leave a Reply